Lucki akhond biography of william
Lucky Akhand was born on June 18, in Dacca, East Pakistan [now in Dhaka, Bangladesh]....
লাকী আখান্দ
লাকী আখান্দ | |
|---|---|
| জন্ম | (১৯৫৬-০৬-০৭)৭ জুন ১৯৫৬[১][২] পুরান ঢাকা, ঢাকা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) |
| মৃত্যু | ২১ এপ্রিল ২০১৭(2017-04-21) (বয়স ৬০) আরমানিটোলা, ঢাকা |
| ধরন | আধুনিক গান, সফট-মেলোডি, মেলো-রক, হার্ড-রক |
| পেশা | গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক |
| লেবেল | সরগম, সাউন্ডটেক |
| জাতীয়তা | বাংলাদেশী |
| পরিচিতির কারণ | সঙ্গীতজ্ঞ |
| আত্মীয় | হ্যাপী আখন্দ (ভাই) |
লাকী আখান্দ (৭ জুন ১৯৫৬ – ২১ এপ্রিল ২০১৭)[৩] বাংলাদেশের একজন প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক।[৪] ১৯৮৪ সালে সারগামের ব্যানারে লাকি আখন্দের প্রথম একক অ্যালবাম লাকী আখান্দ প্রকাশিত হয়।[৫] তিনি ব্যান্ড দল হ্যাপী টাচ এর সদস্য। তার সংগীতায়োজনে করা বিখ্যাত গানের মধ্যে রয়েছে এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা এবং আমায় ডেকো না।[৬] তিনি বাংলাদেশী জাতীয় রেডিও নেটওয়ার্ক বাংলাদেশ বেতার এর সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]লাকী আখান্দ ১৯৫৬ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান