jarhake.pages.dev


Virat kohli autobiography in bengali

          বিরাট কোহলি ৫ নভেম্বর ১৯৮৮) একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন।.!

          বিরাট কোহলি খবর

          বিরাট কোহলি: জীবন, সাফল্য, কেরিয়ার এক ঝলকে!

          পুরো নাম : বিরাট কোহলি

          জন্ম: ৫ নভেম্বর ১৯৮৮ 

          উচ্চতা :  ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)

          জাতীয়তা : ভারতীয়

          ক্রীড়াবিদ

          ডানহাতি ব্যাটার, ডানহাতি মিডিয়াম পেস বোলার

          পরিবার

          পিতা: প্রেম কোহলি

          মা: সরোজ কোহলি

          স্ত্রী: অনুষ্কা শর্মা

          সন্তান: ‌ভামিকা কোহলি

          অভিষেক ও উত্থান

          বিরাট কোহলি হলেন একজন ভারতীয় ক্রিকেটার। ২০০৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের বিজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। এর পর থেকেই খ্যাতি অর্জন করেছিলেন তিনি। একই বছরে ভারতের হয়ে ওয়ান ডে তে অভিষেক হয়েছিল তাঁর, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ২০১১ সালের বিশ্বকাপে বিজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এছাড়া ২০১৩ সালের মধ্যে তিনি নিজেকে একজন টেস্ট ক্রিকেটার হিসেবে প্রমাণ করেছিলেন। ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির টেস্ট অবসরের পরে টেস্ট অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয় বিরাট কোহলিকে।

          অধিনায়ক কোহলি

          ২০১৪ সালে ধোনির টেস্ট থেকে অবসরের পর তাঁকে ভারতীয় দল